শোবিজের সিঙ্গেল মাদার যারা
সাদাকালো নিউজ
সন্তান জন্মের পর শোবিজের অনেক নারী তারকার বিবাহবিচ্ছেদ হয়েছে। যাদের বেশিরভাগই সন্তানের দায়িত্ব নিজেই নিয়েছেন। সামাজিক, পারিবারিক নানা বাঁধা-বিপত্তির ভিতর দিয়ে এসব সিঙ্গেল মাদাররা চালিয়ে যাচ্ছেন তাঁদের টিকে থাকার সংগ্রাম। আজ বিশ্ব মা দিবস। বিশেষ এই দিনে সিঙ্গেল কয়েকজন মায়ের কথা তুলে ধরা হয়েছে আমাদের ভিডিওতে।
চিত্রনায়িকা অপু বিশ্বাস বিয়ে করেছিলেন শাকিব খানকে। কিন্তু তা দীর্ঘদিন গোপন ছিল। প্রকাশ হওয়ার পরই তাদের বিচ্ছেদ হয়ে যায়। এই তারকা দম্পতির একমাত্র সন্তান আবরাম খান জয়। সংসার সমাপ্তির পরও অপুর জীবনে আলোকিত করে রেখেছে জয়। তাকে নিয়েই এখন মূলত শাকিবহীন থাকছেন অপু বিশ্বাস।
ভার্সিটিতে পড়া অবস্থাতেই পারিবারিক ভাবে বিয়ে হয় নায়িকা নিপুণ আক্তারের। তবে শেষ পর্যন্ত আর এক সাথে থাকা হয়নি তাঁদের। বিচ্ছেদের পর মেয়ে তানিশাকে নিয়েই নিপুণের সবকিছু। মেয়ে দেশের বাইরে পড়াশোনা করছেন।
মেয়ের সঙ্গে প্রায় সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সন্তানের দায়িত্ব তিনি একাই পালন করছেন। মা-মেয়ের বেশ বন্ধুত্ব সম্পর্ক।
প্রাক্তন স্বামী মাহিম করিমের সঙ্গে ২০১৬ সালের নভেম্বরে বিচ্ছেদ হয় সারিকার। তাদের বিয়ের এক বছরের মাথায় কন্যাসন্তান শাহরিশ আন্নাহর জন্ম হয়। বিচ্ছেদের পর সন্তানকে নিয়েই ছিল তাঁর পৃথিবী। দীর্ঘদিন ছিলেন পর্দার বাইরে। সব ভুলে এখন আবার অভিনয়ে নিয়মিত তিনি।