শেয়ারবাজারে বেড়েছে লেনদেন
সাদাকালো নিউজ
বাংলাদেশের শেয়ারবাজারে রোববার (২ অক্টোবর) সূচকের উত্থানের ধারা অব্যাহত ছিল। এদিন বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত আছে। তবে, বাজারে লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৩১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরিয়া সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪২৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৭৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, দরপতন হয়েছে ৮১টির এবং অপরিবর্তিত আছে ১৭৭টির।
ডিএসইতে মোট ১ হাজার ৫৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৫৪৫ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭০ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ২৬০ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৮৫ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে ২৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত আছে ১০৩টির। দিন শেষে সিএসইতে ২৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।