শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
সাদাকালো নিউজ
বাংলাদেশের শেয়ারবাজারে টানা পতনের পর সোমবার (২৭ ফেব্রুয়ারি) সূচকের পাশাপাশি লেনদেন কিছুটা বেড়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩১০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৬টি কোম্পানির। দরপতন হয়েছে ৯৮টি কোম্পানির। অপরিবর্তিত আছে ১৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
ডিএসইতে মোট ২৬১ কোটি ৭৩ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৩১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে ১৮ হাজার ২৯৮ পয়েন্টে অবস্থান করছে। অন্যান্য সূচকও বেড়েছে।
সিএসইতে ১৩৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত আছে ৭০টির। দিন শেষে সিএসইতে ৯ কোটি ২৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।