শাখা পরিবর্তন, কর্মকর্তা-কর্মচারী-শিক্ষক নিয়োগে টাকার ছড়াছড়ি
সাদাকালো নিউজ ডেস্ক
ভিকারুননিসা নুন স্কুলের নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীরা শাখা পরিবর্তন করতে পারবে না। অথচ গত দুই বছরে প্রায় ৩০০ শিক্ষার্থী শাখা বা শিফট পরিবর্তন করেছে বলে জানা যায়। বিশেষ করে ডে শিফট থেকে নিয়মিতই শিক্ষার্থীদের মর্নিং শিফটে দিয়ে দেয়া হচ্ছে। অন্য শাখা থেকে মূল ক্যাম্পাস বেইলি রোডে অহরহই শিক্ষার্থীদের আনা হচ্ছে। শাখা বা শিফট পরিবর্তনের জন্য শিক্ষার্থীপিছু এক লাখ টাকা লেনদেন হয় বলে জানা গেছে।