লোকসানে কাশেম ইন্ডাস্ট্রিজ
সাদাকালো নিউজ
তৃতীয় প্রান্তিকে মুনাফা কমেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। কোম্পানির জানুয়ারি-মার্চ ২০২৩ সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
যা রোববার (৭ মে) কোম্পানিটির পরিচালনা পর্ষদে পর্যালোচনার পর অনুমোদন করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি তথ্য মতে, ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। ২০২১-২২ অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৫ পয়সা। অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা কমেছে ৩ পয়সা করে।
অপরদিকে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৩ পয়সা। অর্থাৎ ২০২২ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের তুলনায় ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ মাসে ৪০ পয়সা করে মুনাফা কম হয়েছে কোম্পানির।
ফলে জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২২ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৭ টাকা ৩৮ পয়সা।