লভ্যাংশ দিল এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান
সাদাকালো নিউজ
পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ এর ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ইউনিটহোল্ডারদের জন্য এ লভ্যাংশ প্রদান করে মিউচ্যুয়াল ফান্ডটির ট্রাস্টি কমিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক জানিয়েছে, নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।