রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪১
সাদাকালো নিউজ
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার ৬ আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।
তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের পাশাপাশি ক্যাম্পে সক্রিয় রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে বৃহস্পতিবার থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পের ১৩, ১৭, ১৮, ১৯, ২০ ও ২০ এক্সটেনশনে অভিযান চালানো হয়। অভিযানে ৮ এপিবিএনের সঙ্গে ১৪ ও ১৬ এপিবিএন ও জেলা পুলিশ অংশ নেয়।
এ সময় বিভিন্ন মামলার পলাতক ১০ আসামি, মাদকসহ তিনজন এবং নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৮ জনকে বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়।