রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের বৈঠক চলছে
সাদাকালো নিউজ
রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে রোববার (১১ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে জাতিসংঘ, চীন, সৌদি আরব, ইরান, মিসর, কুয়েত, ইউএই, কাতার, ওমান, ডব্লিউএফপি, ইউএনএইচসিআর-সহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছে বলে জানা গেছে।