রোববার লেনদেনে ফিরবে ম্যারিকো
সাদাকালো নিউজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন চালু হবে আগামী ২৬ জুন, রোববার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুন) রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করেছে।
এর আগে পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার লেনদেন আজকের জন্য বন্ধ করে দেয়া হয়। এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল।
বুধবার কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হয়। রেকর্ড ডেটের পর কোম্পানিটির লেনদেন পুনরায় চালু হবে।
জানা যায়, কোম্পানিটি ১ মার্চ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ ক্যাশ চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি অন্তবর্তীবকালীন ৬০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল (যা পরিশোধ করা হয়েছে)। অর্থাৎ গত অর্থবছরের কোম্পানিটি মোট ৮০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১২ টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৯৮ টাকা ৬৯ পয়সা । ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮৫ টাকা ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫১ টাকা ৯৫ পয়সা ।