রূপালি ইলিশে সয়লাব ঘাট
সাদাকালো নিউজ
সমুদ্রে মাছ ধরা শুরু হওয়ার পর জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। সেই মাছ নিয়ে ট্রলার ভর্তি করে জেলেরা ফিরছেন চট্টগ্রামের ফিশারি ঘাটে। বন্দরনগরী চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের আড়ত ফিশারি ঘাটে ইলিশে সয়লাব হলেও দাম সাধারণের নাগালের বাইরে। পাইকারিতেই প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৬৫০-৭৫০ টাকা কেজি দরে। খুচরা বাজারে এই দাম প্রতি কেজি হাজার টাকা।
সোমবার (২৫ জুলাই) চট্টগ্রামের ফিশারি ঘাট, কাট্টলী, আনন্দবাজারসহ কয়েকটি ইলিশ অবতরণ কেন্দ্র ঘুরে জানা গেছে, জেলেরা প্রচুর পরিমাণে ইলিশ শিকার করে ট্রলার নিয়ে তীরে ফিরছে। দীর্ঘ ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকার পর এখন সমুদ্রে ইলিশ ধরা পড়ছে কাঙ্ক্ষিত পরিমাণে।
চট্টগ্রাম ফিশারি ঘাটে ট্রলারে ইলিশ আসার পর সেই মাছ মিনি ট্রাকে করে আড়াতে তোলা হচ্ছে বিক্রির জন্য। বিভিন্ন আড়তে ইলিশের আকার ভেদে প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে ২৫-২৭ হাজার টাকা।
আবদুর রশিদ নামের এক জেলে বলেন, মাছ ধরা শুরুর পর প্রথম চালানেই আমরা প্রচুর ইলিশ ধরেছি। সমুদ্রে পর্যাপ্ত ইলিশ পাওয়া যাচ্ছে। মাছ ধরার পর সেগুলো চট্টগ্রাম ফিশারি ঘাটে আড়তে নিয়ে আসি। সেখান থেকে পাইকারি বিক্রি করা হয়।
আফজাল হোসেন নামের একজন আড়তদার জানান, প্রচুর ইলিশ মাছ আসছে। তবে দাম এখনও বেশি। ইলিশের দাম নাগালের মধ্যে আসতে আরও কয়েকদিন সময় লাগবে। প্রতিমণ ইলিশ এখন বিক্রি হচ্ছে ২৫-২৬ হাজার টাকা।