মেয়েদের বিসিএল শুরু আজ
সাদাকালো নিউজ

ছেলেরা বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেলছে অনেক দিন ধরে। প্রথম শ্রেণির এই ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে ২০১২-১৩ মৌসুমে। তবে এতদিন মেয়েদের জন্য হয়নি কোনো বিসিএলের আসর। অবশেষে দেশের মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টের অভাবটা দূর হচ্ছে।
মেয়েদের বিসিএল প্রথম আসরের পর্দা উঠছে আজ। টুর্নামেন্টের অভিষেক আসর বসবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। সকাল ৯টায় শুরু হবে খেলা।
এবারই প্রথম নারী ক্রিকেটাররা দেশের মাটিতে দুই দিনের ম্যাচ খেলতে যাচ্ছেন। টুর্নামেন্টে অংশ নিচ্ছে তিনটি দল- টিম পদ্মা, টিম মেঘনা ও টিম যমুনা। আজ টিম পদ্মা ও টিম যমুনার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মেয়েদের নতুন এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচ হবে ৩০-৩১ মার্চ। পরে ৩-৪ এপ্রিল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে টিম মেঘনা