মেঘনা ইন্স্যুরেন্সের বিক্রেতা নেই
সাদাকালো নিউজ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বেলা ১২টা ২৫ মিনিট পর্যন্ত মেঘনা ইন্স্যুরেন্সের স্ক্রিনে ১ কোটি ২১ লাখ ৮০ হাজার ৯১৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ২৮ টাকা ১০ পয়সা।
এর আগে গেল মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বৃদ্ধির শীর্ষে ছিলো মেঘনা ইনস্যুরেন্স লিমিটেড। সেদিন শেয়ারটির সর্বশেষ সর্বশেষ দর ছিলো ২৫ টাকা ৬০ পয়সা। সেদিন দাম বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে ছিলো ফু-ওয়াং ফুড লিমিটেড। তৃতীয় স্থানে ছিলো ভ্যানগার্ড বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।
সেদিন দাম বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার্স, আল-হাজ্ব টেক্সটাইল, দেশ গার্মেন্টস, ওরিয়ন ইনফিউশন, এইচ.আর টেক্সটাইল ও সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।