মানুষকে হাসানো সেই কণ্ঠ নিয়ে ফিরবেন তো আবু হেনা রনি?
সাদাকালো নিউজ
বর্তমান যুগে মানুষ হাসতেই ভুলে গেছে। সারা দিন কাজের পরে দিনের শেষে টিভির পর্দায় কিছু মানুষ এই হাসানোর কাজটি করেন। তাদের মধ্যে একজন হলেন আবু হেনা রনি। ছোট বেলা থেকেই আইনার সামনে দাঁড়িয়ে একা একা অভিনয় করতেন রনি। বড় হওয়ার পর সেটাকেই পেশা হিসেবে বেছে নেন। কথার ছন্দে মানুষকে হাসিয়ে বেশ জনপ্রিয় হয় সে। কিন্তু হঠাৎ ঘটা একটি ঘটনায় সেই কণ্ঠ হারাতে বসেছেন রনি। এমনকি তাঁর বেঁচে থাকা নিয়েও রয়েছে শঙ্কা।
গেল শুক্রবার বিকেলে গাজীপুরে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রনি। সেখানে বেলুন থেকে লাগা আগুনে পুড়ে যান রনি। তাকে ভর্তি করা হয়েছে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। চিকিৎসকের বলছেন, আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে রনিকে। সে শঙ্কামুক্ত নন। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। এছাড়া তার শ্বাসনালি ক্ষতিগ্রস্থ হয়েছে। পুড়ে গেছে একটি কানও।
প্রথম আলো তাদের খবরে জানায়, গাজীপুরে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অনুষ্ঠানটি শুরুর আগে অতিথিদের উদ্বোধনী মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধান অতিথির হাতে বেশকিছু বেলুন দেয়া হয়। কিন্তু বার বার চেষ্টার পরও বেলুনগুলো উড়ছিল না। পরে কয়েকজন পুলিশ সদস্য বেলুনগুলো নিয়ে মঞ্চের পাশে চলে যান। আর স্বরাষ্ট্রমন্ত্রী চলে যান মূল মঞ্চে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাওয়ার পরে কয়েকজন পুলিশ সদস্য বেলুন বিক্রেতাকে ডেকে বকাঝকা করেন। এরপর বিক্রেতা নিজেই বেলুনগুলো ওড়ানোর চেষ্টা করেন। এমনকি বেলুনগুলোতে আগুন লাগিয়ে দেন। এ সময় পাশে বসে থাকা আবু হেনা রনিসহ পাঁচজন পুরে যান।