মাকে ভাত খাইয়ে সন্তানদের মারধরের শিকার প্রতিবেশীরা
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের মিঠাপুকুর থানার দূর্গাপুর গ্রামের প্রয়াত সোলায়মান প্রামাণিকের তিন ছেলে মনিরুজ্জামান প্রামাণিক মুকুল, বকুল প্রামাণিক ও আহসান হাবিব প্রামাণিক টিটুল। এই তিন ভাই তাদের বৃদ্ধ মা আঙ্গুরী বেগমের যত্ন নেন না। প্রায়ই না খেয়ে থাকতে হয় তাদের মাকে। বাধ্য হয়ে নানা সময়ে প্রতিবেশীদের বাড়িতে খাবার খান আঙ্গুরী বেগম। স্থানীয়দের অভিযোগ, নিজেরা মায়ের যত্ন না নিলেও, কেউ এগিয়ে আসলে তাদের ওপর চড়াও হন সন্তানেরা।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে আঙ্গুরী বেগমকে ভাত খাওয়ান প্রতিবেশী আঞ্জুমান আরা। আর এ কারণেই আঞ্জুমান আরাসহ দুই নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তিন ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেছেন হামলার শিকার ব্যক্তিরা।
মামলার এজাহারে বলা হয়েছে, শুক্রবার সকালে ভুক্তভোগী প্রতিবেশী আঞ্জুমান আরা বেগমের বাড়িতে ভাত খান আঙ্গুরী বেগম। এরপরই কেন তাদের মাকে ভাত খাওয়ানো হলো? – এ নিয়ে ওই তিন ভাই আঞ্জুমান আরার বাড়িতে গিয়ে বাগবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে লাঠি, রড, ছোড়া নিয়ে আঞ্জুমান আরার বাড়িতে হামলা চালায় তারা।
বাড়িটিতে আঞ্জুমান আরা বেগম এবং সাবিহা বেগম চামেলী নামে আরেক নারীকে একা পেয়ে পিটিয়ে জখম করে তারা। এমনকি বাড়িটিতে লুটপাটও চালায় তারা। পরে স্থানীয়রা ওই দুই নারীকে উদ্ধার করে মিঠাপুকুর হাসপাতালে ভর্তি করে।
যোগাযোগ করা হলে ভুক্তভোগী আঞ্জুমান আর বেগম জানান, পূর্ব পরিকল্পিতভাবে বাড়িতে হামলা চালিয়েছে ওই তিন ভাই। আমাদের হত্যা করার উদ্দেশ্য ছিল তাদের। হামলা করে স্বর্ণ, দামি মালামালসহ প্রায় ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে তারা।
এ ঘটনায় অভিযুক্তদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছেন, অভিযুক্ত তিন ভাই বেশ প্রভাবশালী। এর আগেও নানা অজুহাতে গ্রামের বেশকিছু মানুষকে মারধর করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, দুই নারীকে মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আশা করছি, দুই-একদিনের মধ্যেই তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে।