ভালোবাসার কারণে আমি সিলেটে বারবার আসি: হিরো আলম
সাদাকালো নিউজ
সিলেটের মানুষ আমাকে খুব ভালোবাসে। এই ভালোবাসার কারণে আমি সিলেটে বারবার আসি। আমি আপনাদের সেবা করতে চাই। দোয়া করবেন আপনাদের সেবা করতে যাতে জনপ্রতিনিধি হিসেবে মনোনীত হতে পারি।’
এসব কথা বলেন আলোচিত অভিনেতা ও ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
হিরো আলম বলেন, ‘নির্বাচনের পূর্বে নিয়ত করেছিলাম দোয়া নিতে বাবার দরবারে হযরত শাহ জালাল (রহ:) মাজার আসবো। তাই সুযোগ পেয়ে এসেছি। সকালে সিলেট এসে পৌঁছাই। সারাদেশের মানুষ আমাকে ভালোবাসে বলে আজ আমি হিরো আলম।’
ভালো সিনেমায় কাজ করতে চান বলে জানান তিনি। একই সাথে রাজনীতি চালিয়ে জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।