ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার লেনদেন
সাদাকালো নিউজ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৪৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৭ লাখ ৯৬ হাজার ১০২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫১ কোটি ১ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সী পার্ল বীচ লিমিটেডের। কোম্পানিটি ১১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ওরিয়ন ইনফিউশন লিমিটেড ১১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন ৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে-আলিফ ইন্ডাস্ট্রিজ, আল-হাজ্ব টেক্সটাইল, অ্যাপেক্স ফুডস, বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেক্সিমকো ফার্মা, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা স্পিনার্স, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ইস্টার্ণ হাউজিং, ফারইস্ট নিটিং, ফরচুন সুজ, জিএসপি ফিন্যান্স, হাক্কানি পাল্প, এইচ আর টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, ইমাম বাটন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, ইসলামী ব্যাংক, কেডিএস অ্যাক্সেসরিজ, রুবরেফ বিডি, মালেক স্পিনিং মিলস, মেঘনা কনডেন্সড মিল্ক,মেট্রো স্পিনিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফেব্রিক্স, এনটিসি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, পেপার প্রসেসিং, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সোনালী আঁশ, সোনারগাঁও টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস, সানলাইফ ইন্স্যুরেন্স ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।