
বৃষ্টি থাকতে পারে আরও দুদিন-আবহাওয়া অধিদপ্তর
সাদাকালো নিউজ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। চলমান এই বৃষ্টি আরও দুই দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সোমবার সকাল থেকে দেশের অধিকাংশ জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবেই এ বৃষ্টি হচ্ছে।
অধিদপ্তর জানিয়েছে, চলমান এই বৃষ্টি মঙ্গলবারও হবে। তবে বুধবার কিছুটা কমে আসবে। বৃষ্টির কারণে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসও হতে পারে। এ ছাড়া উপকূলে ৫ থেকে ৮ ফুট জলোচ্ছ্বাস হতে পারে।
এদিকে ঘূর্ণিঝড়ের কারণে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।