বিধিনিষেধেও ঢাকার বেশির ভাগ রাস্তায় যানজট
সাদাকালো নিউজ ডেস্ক
কঠোর বিধিনিষেধ সত্ত্বেও ঢাকার বেশির ভাগ রাস্তায় যানজট দেখা দিয়েছে। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে বিধিনিষেধ শিথিল হতে পারে, এমন ধারণা থেকেই মানুষ রাস্তায় নেমেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সোমবার সরেজমিন দেখা যায়, সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি এলাকায় তীব্র যানজট রয়েছে। ব্যক্তিগত গাড়ি, রিকশা, মোটরসাইকেল চলাচলের কারণে এই যানজট তৈরি হয়েছে। এর মধ্যে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল বেশি।