‘বাকীল সাব টু’ নিয়ে আসছেন পবন
সাদাকালো নিউজ
‘পাওয়ার স্টার’ পবন কল্যাণ অভিনীত সিনেমা ‘বাকীল সাব’। বলিউডের ‘পিংক’ সিনেমার রিমেক এটি। বেনু শ্রীরাম পরিচালিত এ সিনেমা ২০২১ সালের ৯ এপ্রিল মুক্তি পায়। মুক্তির বক্স অফিসে দারুণ সাড়া ফেলে সিনেমাটি। এটি আয় করে ১৩৭ কোটি রুপি।
এবার সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিলেন পরিচালক বেনু শ্রীরাম। রোববার (৯ এপ্রিল) ‘বাকীল সাব’ সিনেমা মুক্তির দুই বছর পূর্ণ করে। এ উপলক্ষে পবন কল্যাণের ভক্তরা টুইটারে একটি সেশন করে। এতে অংশ নিয়ে পরিচালক বেনু শ্রীরাম সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দেন।
এসময় বেনু শ্রীরাম বলেন, ‘‘বাকীল সাব টু’ সিনেমার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। এখন চিত্রনাট্য রচনার কাজ চলছে।’’
হিন্দি ভাষার ‘পিংক’ সিনেমায় অভিনয় করেন— অমিতাভ বচ্চন, তাপসী পান্নু, কৃতি কুলহারি, আন্দ্রিয়া তারিয়াং প্রমুখ। ‘বাকীল সাব’ সিনেমায় অভিতাভের চরিত্র রূপায়ন করেছেন পবন। সিনেমাটিতে আরো আছেন— নিবেতা থমাস, অঞ্জলি, অনন্যা নাগালা, প্রকাশ রাজ প্রমুখ।
পবন কল্যাণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভীমলা নায়ক’। গত বছরের ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। সাগর কে চন্দ্র পরিচালিত এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলে।
বর্তমানে পবনের হাতে রয়েছে ‘হরি হারা বীরা মালু’ সিনেমার কাজ। কৃষ পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ২৮ বছর বয়সী অভিনেত্রী নিধি আগরওয়াল। তা ছাড়া ‘ওস্তান ভগত সিং’, ‘পিকেএসডিটি’, ‘ওজি’ সিনেমার কাজও পবন কল্যাণের হাতে রয়েছে।