বাংলাদেশকে এলএনজি ও পেট্রোলিয়াম দেবে ব্রুনাই
সাদাকালো নিউজ
এলএনজি ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহে সম্মতিসহ বাংলাদেশ-ব্রুনাই দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের মধ্যে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ সফররত ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠক শেষে রবিবার বিকালে এই চুক্তি ও সমঝোতা স্মারক সাক্ষর হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্রুনাই সুলতান হাসানাল বলকিয়ার আনুষ্ঠানিক এ বৈঠকের পর প্রধামন্ত্রীর কার্যালয়ে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এসময় তিনি ব্রুনাইয়ের সঙ্গে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে বলে জানান।
মোমেন বলেন, সুখবর হচ্ছে আমরা যা যা চেয়েছি তাই পেয়েছি। আমরা আসিয়ানের সেক্টর ডায়ালগ পার্টনার হতে সমর্থন চেয়েছি। ব্রুনাই সুলতান বলেছেন, তিনি এ বিষয়ে আমাদের পক্ষ হয়ে কথা বলবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরও সুখবর হচ্ছে ব্রুনাইয়ের সঙ্গে চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর একটি হচ্ছে দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিমান চলাচল। আমাদের বিমান ব্রুনাই দারুসসালাম যাবে।
তিন দিনের সফরে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান সুলতান বলকিয়া। এ সময় বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানায় বাংলাদেশ। সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সুলতান বলকিয়ার এটাই প্রথম বাংলাদেশ সফর।