বঙ্গবাজারে আগুন: হেলিকপ্টার থেকে পানি ছিটানো হচ্ছে
সাদাকালো নিউজ
ভয়াবহ আগুনে পুড়ছে বঙ্গবাজার। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, যে পরিমাণ পানি নিক্ষেপ করা হচ্ছে, সে পরিমাণ পানি রিজার্ভ নেই। পানির সংকট রয়েছে।
যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল-সংলগ্ন পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস। আগুন লাগার পর কাছাকাছি এ জায়গার পানির উৎস ব্যবহার করছে ফায়ার সার্ভিস। পাশাপাশি হাতিরঝিল থেকেও হেলিকপ্টারে করে পানি নেয়া হচ্ছে।
জানা যায়, বিমানবাহিনীর হেলিকপ্টারে করে হাতিরঝিল থেকে পানি নেয়া হচ্ছে। অন্যদিকে বেশ কয়েকটি পাইপ দিয়ে পানি নেওয়া হচ্ছে ঢাবির হল পুকুর থেকে।