ফিনল্যান্ডে জোট সরকার গড়বে ডানপন্থীরা
সাদাকালো নিউজ
শক্ত লড়াইয়ের পর ফিনল্যান্ডের পার্লামেন্ট নির্বাচনে জয়ের দাবি করেছে রক্ষণশীল ডানপন্থিরা।
রবিবার (২ এপ্রিল) সব ভোট গণনার পর দেখা যায়, রক্ষণশীল ডানপন্থি দল ন্যাশনাল কনজারভেটিভ পার্টি (এনসিপি) ২০.৮ শতাংশ ভোট পেয়েছে। অন্য ডানপন্থি দল দ্য ফিন্স পেয়েছে ২০.১ শতাংশ ভোট।
দেশটির বর্তমান প্রধানমন্ত্রী সানা মারিনের দল সোশ্যাল ডেমোক্র্যাট ভোট পেয়েছে ১৯.৯ শতাংশ।
শীর্ষ তিনটি দল প্রায় সমান ভোট পাওয়ায় কোনো দল একা সরকার গঠনের অবস্থানে নেই।
নর্ডিক দেশটির পার্লামেন্টে ২০০ আসনের জন্য ২২ দলের ২ হাজার ৪০০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
রাজধানী হেলসিঙ্কির একটি রেস্তোরাঁয় সমর্থকদের ঘিরে এনসিপি নেতা পেটেরি অর্পো বিজয় দাবি করার সময় বলেছিলেন, ‘আমরা সবচেয়ে বড় ম্যান্ডেট পেয়েছি। এ ফলাফলের ভিত্তিতে ন্যাশনাল কোয়ালিশন পার্টির নেতৃত্বে ফিনল্যান্ডে একটি নতুন সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু করা হবে।’
এদিকে ইউরোপের সর্বকনিষ্ঠ নেতাদের একজন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী সানা মারিন নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন।
দলীয় সদস্যদের উদ্দেশে ভাষণে তিনি বলেন, ‘নির্বাচনে বিজয়ীকে অভিনন্দন, ন্যাশনাল কোয়ালিশন পার্টিকে অভিনন্দন, ফিন্স পার্টিকে অভিনন্দন। গণতন্ত্র কথা বলেছে।’
মেরিন বিশ্বজুড়ে প্রগতিশীল নতুন নেতাদের জন্য সহস্রাব্দের রোল মডেল হিসেবে বিবেচিত। ইউক্রেনের প্রতি তার সোচ্চার সমর্থন এবং ন্যাটোয় যোগদানের জন্য ফিনল্যান্ডের সফল আবেদনের পক্ষে ওকালতি করায় প্রেসিডেন্ট সাউলি নিনিসটোসহ বিশিষ্ট ভূমিকার জন্য আন্তর্জাতিক প্রশংসা পেয়েছেন তিনি।
অন্যদিকে ৫৩ বছর বয়সি অর্পো রবিবার অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে বলেছেন, ‘ইউক্রেনের সঙ্গে ফিনল্যান্ডের সংহতি তার মেয়াদে শক্তিশালী থাকবে।‘