প্রয়োজনে নিজের হাত কেটে ফেলবেন শাহরুখ!
সাদাকালো নিউজ
রোম্যান্স কিং শাহরুখ খান। তিনি যখন দু হাত মেলে দেন, তখন কোটি ভক্তের মনে খেলে যায় অপার আনন্দ, ভালোবাসা। শাহরুখের হাত মেলে দেয়া স্টাইলটি কালজয়ী এবং আইকনিক। সেজন্য তার অধিকাংশ সিনেমাতেই এই স্টাইলটি দেখা যায়।
বলিউডের এই কিং খান কাজ চেয়েছেন পরিচালকের কাছে। পাঠান সিনেমার পর ছুঁটে গেলেন পরিচালক রাজকুমার হিরানির কাছে। পিঠে ব্যাগ নিয়ে ‘পিকে’ ও ‘মুন্না ভাই’র পোস্টার দেখে পরিচালককে কী প্রশ্ন করলেন শাহরুখ? তেমনি একটি ভিডিওতে রাজকুমার হিরানি এবং শাহরুখকে মজার আড্ডায় লিপ্ত হতে দেখা গেছে।
সিনেমাটির একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানেই হিরানি এবং শাহরুখকে মজার আড্ডায় লিপ্ত হতে দেখা গেছে। হিরানির কাছে শাহরুখ জানতে চান, ‘সঞ্জু চরিত্রে রণবীর কাপুর, আমির খান পিকে, মুন্না ভাই এমবিবিএস চরিত্রে সঞ্জয় দত্ত। সব আইকনিক চরিত্র। আমার জন্য কি এমন কোনো চরিত্র আছে আপনার কাছে?’
উত্তরে হিরানি বলেন, ‘আমার কাছে একটা স্ক্রিপ্ট আছে।’ উচ্ছ্বসিত শাহরুখ পাল্টা প্রশ্ন করেন, ‘সিনেমায় কমেডি আছে?’ হিরানি বলেন,‘অনেক।’ শাহরুখ আবার প্রশ্ন করেন, ‘আবেগ আছে?’ হিরানি বলেন, ‘আছে।’
হিরানির সিনেমার জন্য কিং এতোটাই আগ্রহী যে, নিজের বিশেষ পোজটি তো দূরের কথা, হাত পর্যন্ত কেটে ফেলতে রাজি। অভিনেতা বলেন, ‘আপনি চাইলে হাতই কেটে ফেলবো’।