প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন উজরা জেয়া
সাদাকালো নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার-সেক্রেটারি উজরা জেয়া। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে প্রেস উইংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে জানানোর কথা রয়েছে।
চার দিনের সফরে মঙ্গলবার বাংলাদেশে আসেন উজরা জেয়া। এদিন সন্ধ্যা ৬টার পর তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষণার পর যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফরে এলেন বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা। প্রধানমন্ত্রী ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গেও উজরা জেয়ার বৈঠকের কর্মসূচি রয়েছে।
উজরা জেয়ার নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এশিয়া দপ্তরের উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর। শুক্রবার (১৪ জুলাই) সকালে প্রতিনিধিদলটির ঢাকা ত্যাগের কথা রয়েছে।