প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি নেতার বক্তব্য ভাইরাল!
সাদাকালো নিউজ
আবু সাঈদ চাঁদ। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এই নেতার কটূক্তিমূলক বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। উত্তপ্ত হয়ে উঠেছে গোটা দেশ।
জানা গেছে, ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর মহাসড়কের পাশে বিএনপির আন্দোলনের সমর্থনে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আবু সাঈদ চাঁদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
সভায় বক্তব্য দেয়ার সময় চাঁদ বলেন, আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে মাটির অন্ধকার ঘরে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয় আমার তাই করবো ইনশাআল্লাহ। চাঁদের ২২ সেকেন্ডের বক্তব্যের এই ভিডিও ২১ মে বিকেল থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পরে।
এদিকে ভিডিওটি ছড়িয়ে পরার পর এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এ সময় বিএনপির এই নেতাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
অপরদিকে সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। ২১ মে রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ক্ষমতাসীন দলটি। কেন্দ্রীয় প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতেও বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিভিন্ন সময় দুনিয়া থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চালানো হয়েছে। যার সংখ্যা প্রায় ১৫ বার। এবার রাজশাহীর বিএনপি নেতা প্রধানমন্ত্রীকে চিরতরে শেষ করে দেয়ার হুমকি দিলেন। তবে এবারি প্রথম নয় বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায়-সমালোচনায় এসেছেন আবু সাঈদ চাঁদ।
এর আগে ২০০১ সালের নির্বাচনে রাজশাহী-৬ আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন আবু সাঈদ চাঁদ। কিন্তু বিএনপি তাকে মনোনয়ন দেয়নি। পরে ক্ষুব্ধ হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বক্তব্য দিয়ে দলের রোষানলে পড়েন।
এছাড়া বিভিন্ন সময় জনসমাবেশে বিশৃঙ্খলা করে হাজতও খাটতে হয়েছে আবু সাঈদ চাঁদকে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে ৩৭টি মোকদ্দমা চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।