পুরোনো চেহারায় ফিরেছে পাটুরিয়া ফেরিঘাট
সাদাকালো নিউজ
পদ্মা সেতু চালুর পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে যানবাহন ও যাত্রী পারাপার হ্রাস পেয়েছিল। অনেকেরই ধারণা ছিল, পদ্মা সেতুর কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা আর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট ব্যবহার করবেন না।
তবে বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরের পর থেকে পাল্টে যায় পাটুরিয়া ঘাটের চিত্র। ঈদকে সামনে রেখে শতশত যাত্রী ও যানবাহন জড়ো হয় ঘাটে। বিকেল চারটার দিকে লঞ্চ ও ফেরিতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায়।
সকালের দিকে ছোট গাড়ি ও মোটরসাইকেলের চাপ বেশি থাকলেও দুপুরের দিকে দূরপাল্লার বাসের সংখ্যা বাড়ে। তবে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই লঞ্চ-ফেরি পারাপার হতে পেরেছে ঘরমুখো মানুষ। দূরপাল্লার বাসগুলোকে ফেরি পারের জন্য সর্বোচ্চ ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করতে হয়েছে।