পদ্মা সেতুতে থাকছে যে সকল অত্যাধুনিক সুবিধা
সাদাকালো নিউজ
বাংলার ১৭ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। বহু বাধা বিপত্তি অতিক্রম করে মাথা উচুঁ করে দাঁড়িয়েছে পদ্মা সেতু। এটি কেবল সেতু নয়, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা আর আত্মমর্যাদার প্রতীক। যা নিয়ে দেশে-বিদেশে কৌতূহলের শেষ নেই। কী আছে অত্যাধুনিক প্রযুক্তি আর কৌশলে নির্মিত এই সেতুতে?
বিশ্বের খড়স্রোতা নদীর তালিকায় আমাজনের পরেই পদ্মার অবস্থান। এমন খরস্রোতা নদীর ওপর গোটা বিশ্বে মাত্র একটি সেতু হয়েছে। তাই সেতুকে টেকসই করতে নির্মাণের সময় বিশেষ প্রযুক্তির পাশাপাশি উচ্চমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।
জানা গেছে, ৬ দশমিক ৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর কাজ সম্পন্ন হওয়ার পথে। সেতুর ডাঙার অংশ যোগ করলে মোট দৈর্ঘ্য ৯ কিলোমিটার। ঢাকা বিভাগের দুই জেলা মুন্সীগঞ্জ আর শরিয়তপুরকে সংযুক্ত করেছে এই সেতু।
দুই স্তর বিশিষ্ট স্টিল আর কংক্রিট দিয়ে তৈরি দ্বিতল পদ্মা সেতু। যার ওপরের স্তরে রয়েছে চার লেনের সড়ক পথ। আর নিচের স্তরটিতে রয়েছে একক রেলপথ। উদ্বোধনের দিন থেকেই দৈনিক ১২ হাজারের বেশি যানবাহন চলাচল করতে পারবে এই সেতুতে।
পদ্মা সেতুর পিলারের সংখ্যা ৪২টি। আর স্প্যান বসানো হয়েছে ৪১টি। খুটির নিচে সর্বোচ্চ ১২২ মিটার গভীরে স্টিলের পাইল বসানো হয়। গোটা বিশ্বে এখন পর্যন্ত কোনো সেতুর জন্য এত গভীর পাইলিং করা হয়নি।