নিহত ফুটবলারের মরদেহ পাঠানো হচ্ছে ঘানায়
সদাকালো নিউজ
দুই সপ্তাহ আগে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিহত হন ফুটবলার ক্রিশ্চিয়ানো আসতু। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এখন তার মরদেহ পাঠানো হচ্ছে নিজ দেশ ঘানায়।
শনিবার একটি বিমানে করে তার মরদেহ রাজধানী আক্রায় পৌঁছায়। এ সময় সেনাবাহিনীর একটি দল তার মরদেহ বহন করা কফিন কাধে করে নিয়ে যায়।
আসতু তুরস্কের দক্ষিণাঞ্চলে নিজ বাড়িতে বসবাস করতেন। ভূমিকম্পে সে ওই বাড়ির নিচেই চাপা পড়ে মারা যায়। তিনি তুরস্কের ফুটবল ক্লাব হাতায়াসপোরে খেলতেন।
৩১ বছর বয়সী এই ফুটবলার তুর্কী ফুটবল ক্লাবে খেলার পাশাপাশি এভারটন এবং নিউক্যাসটেলের হয়ে প্রাইম লিগ খেলতেন।