দেশকে নির্যাতন-নিপীড়নের এক মহাক্ষেত্রে পরিণত করা হয়েছে- ফখরুল
সাদাকালো নিউজ
দেশকে এখন নির্যাতন-নিপীড়নের এক মহাক্ষেত্রে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, আওয়ামী লীগ ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে চায়। দেশকে এখন গুম, খুন, অপহরণ, হামলা-মামলা, গ্রেপ্তার ও নির্যাতন-নিপীড়নের এক মহাক্ষেত্রে পরিণত করা হয়েছে।
তিনি বলেন, সর্বত্রই আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া দৌরাত্ম্য চলছে। মহান শহীদ দিবসেও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। শুধু তাই নয়, বিএনপি নেতাকর্মীদের ফুলের তোড়া কেড়ে নিয়ে ভেঙে ফেলেছে আওয়ামী কর্মীরা।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী সন্ত্রাসীদের এমন বর্বরোচিত ও অমানুষিক হামলা-নির্যাতন প্রতিহিংসাপরায়ন রাজনীতির নির্লজ্জ বহিঃপ্রকাশ। তাদের এমন কর্মকাণ্ডে প্রমাণ হয় বাংলাদেশ এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
এ সময় মহান শহীদ দিবসে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।