
দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল
সাদাকালো নিউজ
বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল ব্রাজিলের জন্য শেষ ম্যাচ। আর শেষটা বেশ দারুণভাবেই রাঙালো সেলেসাওরা।
তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ গোলের বেশ বড় ব্যবধানে জয় পেল ব্রাজিলিয়ানরা। দলের স্ট্রাইকাররা গোল পেলেন। ম্যাচ জুড়ে নাচে উদযাপন করলেন। পার্ক দে প্রিন্সেসে দর্শক গ্যালারি থেকে বর্ণবাদী আচরণ কিংবা লেজার লাইট মারা সত্ত্বেও বিতর্ক পাশ কাটিয়ে দারুণ এক বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে রাখলো তিতের দল।
তিউনিসিয়ার বিপক্ষে এদিন ব্রাজিলের হয়ে গোল করেন রাফিনহা, রিচার্লিসন, নেইমার এবং পেদ্রো। এরমধ্যে জোড়া গোল করা রাফিনহা একটি অ্যাসিস্টও করেছেন। তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই এদিন ৪-১ গোল ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা।
খেলার ১১তম মিনিটে রাফিনহার গোলে যার শুরু। ৭ মিনিট পর তিউনিসিয়াও গোল পরিশোধ করে লড়াইয়ের ইঙ্গিত দেয়। তবে সেখানেই শেষ। খেলায় সমতা আসার ১ মিনিটের ব্যবধানে দলকে এগিয়ে দেন রিচার্লিসন।
এরপর খেলার ২৯তম মিনিটে পেনাল্টি থেকে বল জালে জড়িয়ে ব্রাজিলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন নেইমার। প্রথমার্ধ শেষ হওয়ার ৫ মিনিট আগে নিজের জোড়া গোলে সেলেসাওদের পক্ষে ব্যবধান ৪-১ করেন রাফিনহা।
ম্যাচের অন্য গোলটি আসে রিচার্লিসনের বদলি হিসেবে নামা পেদ্রোর পা থেকে খেলার ৭৪তম মিনিটে। গোল উৎসবে ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি সারা ম্যাচে দর্শক গ্যালারি থেকে রাগানোর চেষ্টা করা হয় দলটিকে।
রিচার্লিসন গোল করলে সেটি উদযাপন করতে গেলে গ্যালারি থেকে কলা ছুড়ে মারা হয়। তবে এমন বর্ণবাদি আচরণের জন্য ক্ষুব্ধ না হয়ে বরং গোল উদযাপন করতে থাকেন সেলেসাওয়ের ফুটবলররা। এ ছাড়াও গ্যালারি থেকে লেজার লাইটে ফুটবলারদের মনোযোগ ঘুরানোর চেষ্টা করেও ব্যর্থ হন কতিপয় সমর্থকেরা।