দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই চিরতরে বাদ পড়লেন: ইলিয়ানা
সাদাকালো নিউজ
ইলিয়ানা ডি’ক্রুজ। একজন ভারতীয় অভিনেত্রী। তিনি মূলত তেলুগু এবং হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। ১৯৮৬ সালের পহেলা নভেম্বর মুম্বাইয়ের একটি গোবান ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই ক্যারিয়ার শুরু করেছিলেন ইলিয়ানা। ২০০৬ সালে তেলুগু চলচ্চিত্র দেবাদাসু-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নারী অভিষেক বিভাগে ফিল্মফেয়ার অর্জন করেছিলেন তিনি। এছাড়াও পোকিরি, জলসা, কিকসহ বিভিন্ন তেলুগু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এবার সেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই চিরতরে বাদ পড়লেন নায়িকা। এমন খবর ছড়িয়ে পড়েছে পুরো তামিল ইন্ডাস্ট্রিতে।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পারিশ্রমিক নেয়ার পরও এক তামিল ছবির শুটিংয়ে হাজির হননি ইলিয়ানা। বার বার যোগাযোগ করা হলেও ইলিয়ানা পাত্তা দেননি পুরো বিষয়টা। ইলিয়ানার এমন অপেশাদারের মতো কাজকে নিন্দা করে এমন ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে। যদিও এ প্রসঙ্গে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো বিবৃতি মেলেনি।
কয়েক মাস আগে শোনা যায়, অসুস্থ ইলিয়ানা। হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। শরীরে পানির পরিমাণ কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। সেই সময় প্রায় তিন বোতল স্যালাইন দিতে হয় অভিনেত্রীকে।
কিছুদিন পর নিজের স্বাস্থ্যের বিষয়ে নায়িকা জানান, স্থিতিশীল রয়েছেন তিনি। এ কারণেই এমনটা করেছেন কি না ইলিয়ানা, তা জানার চেষ্টা করছেন অভিনেত্রীর ঘনিষ্ঠরা।
পরিচালক অনুরাগ বসুর হাত ধরে ‘বরফি’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন ইলিয়ানা। প্রথম ছবিতে সাফল্য পেলেও পরবর্তীতে সেভাবে নজর কাড়তে পারেননি। ইলিয়ানাকে সর্বশেষ দেখা গেছে, ‘দ্য বিগ বুল’ ছবিতে। এতে মীরা রাও চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন। সিনেমার পাশাপাশি আগামীতে তাকে ওয়েব সিরিজেও দেখা যাবে।
অস্ট্রেলিয়ান চিত্রগ্রাহক অ্যান্ড্রু নিবোন’র সাথে সম্পর্কে ছিলেন ইলিয়ানা। গুঞ্জন ছিল তারা লুকিয়ে বিয়ে করে ফেলেছেন। পরে অবশ্য জানা যায়, তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। এই সম্পর্ক ভাঙার পর হতাশাগ্রস্থ হয়ে পড়েন ইলিয়ানা।
বর্তমানে শোবিজ পাড়ায় গুঞ্জন আছে- বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ভাইয়ের সঙ্গে সম্পর্কে আছেন এই লাস্যময়ী নায়িকা।