ড্যানিশ রাজকুমারীর যত অজানা গল্প
সাদাকালো নিউজ
তিন দিনের সফরে ঢাকায় এসেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। এই মুহূর্তে দেশের আলোচনায় রয়েছেন তিনি। অনেকেই জানতে চাচ্ছেন কে এই রাজকুমারী ম্যারি? আজকের ভিডিওতে থাকছে ৫০ বছর বয়সী এই রাজকুমারীর যত অজানা তথ্য।
১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। ব্যবসা এবং বিজ্ঞাপন নিয়ে পড়াশোনা করেছেন ম্যারি। তিনি অস্ট্রেলিয়া এবং কোপেনহেগেনে কাজ করেছেন। ইংরেজি, ড্যানিশ এবং ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারেন ড্যানিশ রাজকুমারি।
২০০০ সালে সিডনি অলিম্পিকের সময় ডেনমার্কের ক্রাউন প্রিন্স ফ্রেডরিকের সাথে দেখা হয় ম্যারির। ২০০৪ সালের ১৪ মে বিবাহ উদযাপন করেন তাঁরা। এই দম্পতির ঘরে ৪টি সন্তান রয়েছে।
ডেনমার্কের তৃতীয়-সর্ব্বোচ্চ উপার্জনকারী প্রতিষ্ঠান হলো পোশাক শিল্প। আর এই শিল্পের একজন সক্রিয় পৃষ্ঠপোষক ম্যারি এলিজাবেথ। এছাড়া তিনি কোপেনহেগেন ফ্যাশন সামিটের একজন পৃষ্ঠপোষকও।
২০০৪ সাল থেকে ম্যারি বিভিন্ন সংস্থার সাথে জড়িত। এসব সংস্থার বিভিন্ন সমস্যা ও খবরা খবর রাখেন তিনি। বর্তমানে ইউরোপের আঞ্চলিক কার্যালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র মাধ্যমে স্থূলতা-বিরোধী কর্মসূচির সাথেও জড়িত তিনি।
রাজকুমারির পৃষ্ঠপোষকতার ক্ষেত্রগুলো হচ্ছে- সংস্কৃতি, পোশাক শিল্প, মানবিক সাহায্য, গবেষণায় সহায়তা ও বিজ্ঞান, সমাজকল্যাণ ও স্বাস্থ্য খাত এবং খেলাধুলা।