ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে জনতা ইন্স্যুরেন্স
সাদাকালো নিউজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৬ থেকে ২০ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের ক্লোজিং দাম ছিল ২৯.৯০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেনে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ৪৩.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ১৩.২০ টাকা বা ৪৪.১৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৪১.০৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩০.১০ শতাংশ, আজিজ পাইপসের ২৮.৭৩ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেনের ২২.২১ শতাংশ, এশিয়া প্যাসিক জেনারেল ইন্স্যুরেন্সের ২১.৮৮ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২০.৪৭ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ২০.৩৮ শতাংশ, লিগেসি ফুটওয়্যারের ১৯.৯০ শতাংশ এবং দেশবন্ধু পলিমারের ১৯.৩৪ শতাংশের শেয়ারের দাম বেড়েছে।