টাইটানের ভেতরে কি ছিলো? মিলল চাঞ্চ্যল্যকর তথ্য!
সাদাকালো নিউজ
আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের পাশেই পাওয়া গেছে টাইটান সাবমেরিনের ধ্বংসাবশেষ। চার দিন মহাসাগরের তলদেশে তল্লাশির পর গেল বৃহস্পতিবার উদ্ধারকারীরা ডুবোজাহাজটির কিছু অংশ শনাক্তের কথা জানান। তবে টাইটানে থাকা পাঁচজন আরোহীর দেহ শনাক্ত করা যায়নি।
টাইটান হচ্ছে বিশ্বের একমাত্র বেসরকারি মালিকানাধীন সাবমার্সিবল। যা সমুদ্রের তলদেশে চার হাজার মিটার গভীরে পর্যন্ত যেতে পারত। সাগরের সবচেয়ে গভীরে যেতে সক্ষম মার্কিন সাবমেরিন ইউএসএস ডলফিনের চাইতেও অনেক বেশি গভীরতায় যেতে পারতো ২৩ হাজার পাউন্ড ওজনের টাইটানটি। পর্যটকদের টাইটানিক দেখার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিলো এটি।
২০১৮ সালে টাইটানের সমুদ্রে ট্রায়াল দেয়া শুরু হয়। ২০২১ সালে এটি প্রথম যাত্রা করে। গত বছর এটি ১০ বার সাগরের তলদেশে গেছে। এই সাবমার্সিবলের ভেতরের জায়গা এতোটাই সংকুচিত ছিলো যে পাঁচ জনের বেশি মানুষকে জায়গা দেয়া সম্ভব ছিলো না। এর মধ্যে একজন পাইলট আর বাকি চারজন যাত্রী। ঘণ্টায় ৩ দশমিক ৪-৫ মাইল বেগে চলতে সক্ষম ছিলো টাইটানটি।
সমুদ্রের তলদেশে গভীরতা থাকায় প্রচণ্ড ঠাণ্ডা অনুভব হতে পারে, তাই ডুবোযানটির দেয়ালও উষ্ণ তাপমাত্রায় রাখা হয়। ডুবোযানটির বাইরে ছিলো শক্তিশালী আলোর ব্যবস্থা। যার মাধ্যমে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখা যেতো। টাইটানটির বাইরে একাধিকা ফোর ক্যামেরা সংযুক্ত করা ছিলো। সেই সঙ্গে ভেতরে বিশাল ডিজিটাল স্ক্রিনেও টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার ব্যবস্থা ছিলো। ডুবোযানের সামনের দিকে যাত্রীদের জন্য ছিলো একটি ব্যক্তিগত টয়লেট। সেটি ব্যবহারের সময় একটি পর্দার মতো উঠে যেতো এবং সে সময় পাইলট কিছু মিউজিক ছেড়ে দিতেন।
তবে কোম্পানির দেয়া তথ্যানুযায়ী, এ ধরনের অভিযানে আসার আগে থেকেই নিজের ডায়েট সীমাবদ্ধ করতে হবে এবং পানির নিচে থাকার সময় যেন টয়লেট ব্যবহারে পানির প্রয়োজন কম পড়ে সেদিকেও সচেতন থাকতে হবে। সাগরের তলদেশে পৌঁছালে স্বাভাবিকভাবে টাইটানের জিপিএস কাজ করতো না। তার বদলে একটি বিশেষ টেক্সট মেসেজ সিস্টেমের মাধ্যমে পানির ওপরে থাকা সাপোর্ট জাহাজ থেকে নির্দেশাবলি পেয়ে থাকতো টাইটান। একটি মডিফায়েড ভিডিও গেম কন্ট্রোলারের সাহায্যে বাহনটি পরিচালনা করতেন পাইলট।
পানির নিচে যাওয়ার আগে একটি সহায়তাকারী দল যাত্রীদের টাইটানের ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা টেনে ১৭টি বোল্ট দিয়ে আটকে দিতেন। অর্থাৎ ভেতরে থাকা যাত্রীদের বাইরে বের হওয়ার কোনোরকম সুযোগ ছিল না।
এই যাত্রা মোটেও নিরাপদ ছিলো না। এ কারণে টাইটানে ভ্রমণ করার আগে সব আরোহীকে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে হতো। যেখানে ইনজুরি, মানসিক আঘাত থেকে শুরু করে পরপারে যাওয়া পর্যন্ত অনুমতি নেয়া থাকতো।
গেল বৃহস্পতিবার টাইটানিকের ধ্বংসাবশেষের প্রায় ১৬০০ ফুট দূরে পাওয়া গেছে টাইটান। ইতিমধ্যে এটির বেশ কিছু অংশ শনাক্ত করা গেছে। মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, মহাসাগরের তলদেশে পানির চাপ নিতে না পেরে ধ্বংস হয়েছে টাইটান। এতে থাকা পাঁচ যাত্রী পরপারে পাড়ি দিয়েছেন।