জয়া কেন কলকাতায় বেশি কাজ করেন?
সাদাকালো নিউজ
দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে জয়া আহসানের সিনেমার সংখ্যা খুব বেশি নয়, কিন্তু অর্জন অনেক। টেলিভিশন জয়ের পর গত কয়েক বছরে তিনি বড়পর্দার অতিচর্চিত মুখ। তিনি তার অভিনয় দক্ষতা ও সৌন্দর্যে মুগ্ধ করে রেখেছেন দুই বাংলার আপামর দর্শক মহলকে। মাঝে মধ্যে আবার সাহসী পোশাকেও দেখা যায় জয়াকে।
নতুন নতুন সব চমক নিয়ে দর্শকের সামনে হাজির হতে ভালোবাসেন জয়া। রূপ লাবণ্য আর অভিনয়শৈলীর পাশাপাশি প্রায় ৪০ বছরের জয়ার বয়সের কোনো ছাপ বোঝার উপায় নেই। প্রতিটি সিনেমায় তিনি লুকের পরিবর্তন নিয়ে আসেন বারবার।
গত কয়েক বছরে ‘বিজয়া’, ‘কণ্ঠ’, ‘রবিবার’, ‘বিনিসুতোয়’, ‘ঝরা পালক’—পশ্চিমবঙ্গের একের পর এক প্রশংসিত সিনেমায় দেখা গেছে জয়াকে। সে তুলনায় তার বাংলাদেশে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। কিন্তু ঢাকার চেয়ে কলকাতায় কেন বেশি কাজ করেছেন এই অভিনেত্রী? ভারতীয় দৈনিক সংবাদ প্রতিদিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
আগামী দোশরা জুন পশ্চিমবঙ্গে মুক্তি পাবে কৌশিক গাঙ্গুলির সিনেমা ‘অর্ধাঙ্গিনী’। ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান। ‘বিজয়া’, ‘বিসর্জন’-এর পর এবার তৃতীয়বারের মতো কৌশিক গাঙ্গুলির সঙ্গে কাজ করেছেন বাংলাদেশি এই অভিনেত্রী। ছবিটি মুক্তি উপলক্ষে দেয়া সাক্ষাৎকারে নানা প্রসঙ্গে কথা বলেছেন জয়া আহসান।
গত কয়েক বছরে ঢাকার চেয়ে কলকাতায় কেন বেশি কাজ করেন—এ প্রশ্নের উত্তরে জয়া জানান, কলকাতায় ভালো কিছু কাজ পেয়েছেন, নিজের দেশেও কাজ করছেন। তবে কলকাতায় একটু বেশি। এখন আবার ভাবছেন বাংলাদেশের কাজের ওপর ফোকাস করবেন। তাছাড়া নিজেকে একটা ব্রেকও দিয়েছিলেন। নিজেকে এবং পরিবারকে সময় দিয়েছেন তিনি। কিছু না করেও আলসেমি করে সময় কাটিয়ে দেয়াও দরকার আছে বলে মনে করেন জয়া।
২০১৩ সালে ‘আবর্ত’ সিনেমা দিয়ে কলকাতায় অভিনয় শুরু হয়েছিল জয়া আহসানের। এরপর গত ১০ বছরে করেছেন আরও বেশ কয়েকটি সিনেমা। কলকাতায় কাজ করে জয়ার বড় পাওয়া কী? এ প্রশ্নের উত্তরে জয়া জানান, তিনি দ্বিতীয় একটা দেশ পেয়েছেন। ছোটবেলা থেকে এত গল্প শুনেছেন এ কারণে ইন্ডিয়াকে কখনো আলাদা একটা দেশ ভাবতেন না তিনি। জয়ার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বলতেন, ইন্ডিয়া তাদেরি দেশ। কলকাতাকে আলাদা করে কখনও দেখেননি তিনি।
শোবিজে মডেল হিসেবে যাত্রা শুরু জয়ার। সময়টা নব্বই দশকের শেষ দিকে। সেখানে বাজিমাত করে নাম লেখান নাটক-টেলিছবির দুনিয়ায়। এরপর আসেন সিনেমায়। পরের গল্পটা কেবল সাফল্যের। দিনে দিনে ক্যারিয়ারে যোগ করেছেন অনেক সফল ও প্রশংসিত সিনেমা। টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন তিনি।
এদিকে প্রথমবারের মতো জয়াকে দেখা যাবে হিন্দি সিনেমায়, যার প্রাথমিক নাম ‘কড়ক সিং’। সিনেমায় তাঁর সহশিল্পী হিসেবে আছেন পঙ্কজ ত্রিপাঠি। সিনেমাটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।