জালিয়াতির মামলায় কারাগারে নিশাত
সাদাকালো নিউজ
ভুয়া কাবিননামা তৈরি করে মিনহাজুর রহমান নামে এক প্রবাসীকে নিজের স্বামী দাবি করেন নিশাত আহম্মেদ খান নামের এক নারী। এরপর বিভিন্ন সময়ে ওই প্রবাসীর ১২ কোটি টাকার সম্পত্তি দখল করেন তিনি। তার দখল করা ওই সম্পত্তির মধ্যে ঢাকায় ধানমণ্ডিতে একটি ফ্ল্যাটও আছে।
এছাড়াও কুমিল্লা হাউজিংয়ে প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে বিভিন্ন দলিল ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রাদি নিয়ে যাওয়ার অভিযোগ আছে নিশাতের বিরুদ্ধে। এই নারী নিজে বিবাহিত হলেও ভুয়া কাবিননামা তৈরি করে মিনহাজকে স্বামী বানান বলে অভিযোগ মিলেছে। শুধু তাই নয়, পাসপোর্টেও স্ত্রী হিসাবে নাম লেখান নিজের।
অবশ্য শেষ রক্ষা হয়নি। প্রতারণার মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী নিশাত আহম্মেদ খান এখন কারাগারে। রোববার সকালে কুমিল্লা নগরীর হাউজিং এস্টেট এলাকার একটি বাড়ি থেকে নিশাত খানকে গ্রেফতার করে পুলিশ। পরে ওইদিন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে- ঢাকার ধানমণ্ডি, কুমিল্লা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জসহ বিভিন্ন স্থানে ইংল্যান্ড প্রবাসী ব্যবসায়ী মিনহাজুর রহমানের বাড়ি ও জায়গা-জমি রয়েছে। তিনি কুমিল্লা নগরীর রাজাপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে। তার স্থাবর-অস্থাবর সম্পত্তি নিয়ে ঝামেলা সৃষ্টি হওয়ায় তা রক্ষার জন্য তিনি (মিনহাজ) আইনজীবী পরিচয়দানকারী জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী নিশাতকে দায়িত্ব দেন।