ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু
সাদাকালো নিউজ
চট্টগ্রামের চন্দনাইশ থানার পশ্চিম এলাহাবাদ এলাকায় রেজিয়া বেগম নামের এক গৃহবধূ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি এলাহাবাদ এলাকার রিকশাচালক আবদুস সাত্তারের স্ত্রী।
গতকাল রাতে পশ্চিম এলাহাবাদের বাতুয়ারপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গৃহবধূ রেজিয়া বেগম শনিবার সন্ধ্যায় তার বাড়িতে ছুরিকাহত হন। পরে তার কান্নাকাটিতে স্থানীয়রা ছুটে আসেন। তারা রেজিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান রেজিয়া।
চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, এলাহাবাদ এলাকায় ছুরিকাঘাতে রেজিয়া বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।