চাঞ্চল্যকর গোপন তথ্য সামনে এলো
সাদাকালো নিউজ
রাজধানীর রায়েরবাজারের মিতালী রোডে ভাড়া বাসায় সাংবাদিক সোহানা পারভীন তুলির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় নতুন নতুন তথ্য সামনে আসছে। এ ঘটনায় প্রেমিক হিসেবে পরিচিত এক সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্টদের সূত্র দিয়ে বিভিন্ন গণমাধ্যম বলছে, জিজ্ঞাসাবাদ করা ওই সাংবাদিক আর তুলির মধ্যে ২ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। ঘটনার আগের দিন ওই সাংবাদিক নিজ মোটরসাইকেলে করে তুলির বাসায় আসেন। ১ ঘণ্টা সেখানে থেকে বের হয়ে যান। বের হয়ে যাওয়ার পর তুলি তাঁর মোবাইল ফোন থেকে ওই সাংবাদিককে মেসেঞ্জারে একাধিক মেসেজ করেন। কিন্তু সেগুলোর কোনো উত্তর না দিয়ে সেগুলো ডিলিট করে ফেলেন ওই সাংবাদিক। এতে পুলিশের মনে সন্দেহ জাগে তাঁদের মধ্যে কোনো ঝামেলা চলছিল কি না। তবে জিজ্ঞাসাবাদে ওই সাংবাদিক মনোমালিন্য হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
জানা যায়, জিজ্ঞাসাবাদ করা ওই সাংবাদিকের খোঁজ তুলির বাসার নিরাপত্তাকর্মীর মাধ্যমে পায় পুলিশ। বাসাটির নিরাপত্তা কর্মী ওই সাংবাদিকের ব্যবহার করা মোটরসাইকেলের নম্বরটি পুলিশকে দেন। পরে পুলিশ মোটরসাইকেলের নম্বরের সূত্র ধরে ওই সাংবাদিকের বাসার ঠিকানা সংগ্রহ করে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাঁকে ১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে আইনের লোকেরা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই সাংবাদিককে ঢাকা না ছাড়ার জন্য নির্দেশ দিয়েছে পুলিশ।