‘গেম চেঞ্জার’ রাম চরণ
সাদাকালো নিউজ
ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ। তার বড় বাজেটের আরেকটি সিনেমা ‘আরসি ১৫’। ২০২১ সালের শেষ লগ্ন থেকে আলোচনায় এই সিনেমা। সিনেমাটিতে শর্ট টেম্বার চরিত্রে অভিনয় করছেন রাম চরণ। তার বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আদভানি।
সোমবার (২৭ মার্চ) রাম চরণের জন্মদিন। বিশেষ দিনে বদলে গেলো সিনেমাটির নাম। পরিচালক এস শংকর নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সিনেমাটির নাম পরিবর্তনের ঘোষণা দেন। ‘আরসি ১৫’ এখন ‘গেম চেঞ্জার’।
রাম চরণ অভিনীত ‘ট্রিপল আর’ সিনেমা অস্কার পুরস্কার পেয়েছে। পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে দেশে ফিরেই ‘আর ১৫’ সিনেমার একটি গানের শুটিংয়ে অংশ নেন রাম চরণ। এ গানের কোরিওগ্রাফি করেন প্রভুদেবা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে মুক্তি পাবে রাম চরণের ‘গেম চেঞ্জার’।
আরসি ১৫’ সিনেমায় রাম চরণকে দুটি চরিত্রে দেখা যাবে। একটিতে রাম চরণকে শর্ট টেম্পার চরিত্রে দেখা যাবে। তার এই মাথা গরম স্বভাবের চরিত্রটি দেখে দর্শক মুগ্ধ হবেন। আর অন্য চরিত্রটি গ্রামের একজন রাজনৈতিকের চরিত্রে দেখা যাবে। পরিচালক এস শংকর এ দুটো চরিত্রই নির্ভুলভাবে তৈরি করেছেন।
পলিটিক্যাল-ড্রামা ঘরানার এ সিনেমার বাজেট ২০০ কোটি রুপি। এটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা এস. শংকর। রাম চরণ-কিয়ারা ছাড়াও অভিনয় করছেন— অঞ্জলি, জয়রাম, সুনীল, শ্রীকান্ত, নবীন চন্দ্র প্রমুখ।