কোহলিকে নিয়ে গোপন কথা ফাঁস করলেন অভিনেত্রী
জহুরা প্রিতু
একটা সময় পাগলের মতো ভালোবাসতেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলিকে। অকপট স্বীকারোক্তি বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের। ভাইয়ের কারণে ক্রিকেটের প্রতি তার টান। মাঠে গিয়ে টিম ইন্ডিয়ার জন্য গলাও ফাটিয়েছেন।
তেলুগু ছবি ‘জার্সি’র হিন্দি রিমেকে অভিনয় করছেন ম্রুণাল। একই নামের হিন্দি ছবিতে তার নায়ক শাহিদ কাপুর। ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করছেন ‘কবীর সিং’।
ওই ছবির প্রসঙ্গেই ম্রুণাল বলেন, একটা সময় বিরাট কোহলিকে পাগলের মতো ভালোবাসতেন তিনি। তার ভাই কোহলির ভক্ত। ভাইয়ের কারণে ক্রিকেট দেখতে শুরু করেন তিনি। পাঁচ বছর আগে স্টেডিয়ামে বসে ম্যাচ দেখেছেন। সেদিন নীল জার্সি পরে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটিয়েছিলেন।
‘জার্সি’ ছবিটির পরিচালনা করছেন গৌতম তিন্নানউরি। গতবছর অগাস্টে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে কোভিডের কারণে তা পিছিয়ে যায়। চলতি বছর দীপাবলিতে ‘জার্সি’র মুক্তির কথা ভাবছেন নির্মাতারা।
এদিকে, হিন্দি ব্লাকবাস্টার ছবি ‘থড়ম’-এর রিমেক হচ্ছে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আদিত্য রায় কাপুর। জানা যাচ্ছে, ম্রুণাল ঠাকুরকে দেখা যাবে এই সিনেমার প্রধান চরিত্রে। ছবির অফার পেয়ে খুশি ম্রুণাল।
সময়টা ভাল যাচ্ছে ম্রুণাল ঠাকুরের। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ফারহান আখতার অভিনীত ‘তুুফান’। অসাধারণ অভিনয় করেছেন ম্রুণাল। তাঁর অভিনয় কুড়িয়েছে প্রশংসা। এখন অফারের পর অফার আসছে তাঁর কাছে। ঋত্বিক রোশনের ‘সুপার ৩০’তেও কাজ করেন এই অভিনেত্রী। সেখানে হৃত্বিকের ‘লেডি লাভ’ ছিলেন তিনি।
এবার আরও একটা বড় ছবিতে প্রধান নারী চরিত্রে কাজ করবেন ম্রুণাল। ভূষণ কুমার প্রযোজিত ছবিতে তাঁকে কাস্ট করা হয়েছে আদিত্য রায় কাপুরের বিপরীতে।
ছবিটি পরিচালনা করবেন নতুন পরিচালক বর্ধন কেতকার। এবছর অক্টোবর মাসেই শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। তবে আদিত্য রায় কাপুরের আগে সিদ্ধার্থ মালহোত্রার চরিত্রটা করার কথা ছিল। পরে তাঁকে সরিয়ে আদিত্যকে নেয়া হয়েছে।
সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল তামিল অ্যাকশন থ্রিলার ‘থড়ম’। এক যুবকের মৃত্যুকে ঘিরে ছবির গল্প। ক্লাইম্যাক্সে জানা যায়, অভিযুক্তের মতো হুবহু দেখতে আরও একজন আছে। এই সিনেমার তামিল ভার্সন পরিচালনা করেছিলেন মাগিড় তিরুমেণি। ২০১৯ সালে মুক্তি পায় ছবিটি। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন অরুণ বিজয়। ছিলেন তানিয়া হোপ, শ্রুতি ভেঙ্কট, বিদ্যা প্রদীপ।