কে এই সৈয়দা সাজেদা চৌধুরী?
সাদাকালো নিউজ
সৈয়দা সাজেদা চৌধুরী। জাতীয় সংসদের উপনেতা। রোববার রাতে না ফেরার দেশে পাড়ি জমান এই বীর মুক্তিযোদ্ধা। তিনি আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য। ফরিদপুর-২ আসন থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৩৫ সালের ৮ মে মাগুরা জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম সাজেদা চৌধুরীর। তার বাবার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মা সৈয়দা আছিয়া খাতুন। তার বাবার বাড়ি ফরিদপুরের সালথা উপজেলায়। তার স্বামী গোলাম আকবর চৌধুরীর বাড়ি চট্টগ্রামে। তিনি ছিলেন রাজনীতিবিদ এবং সমাজকর্মী। ব্যক্তি জীবনে তিনি তিন ছেলে ও এক মেয়ের জননী। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর সবচেয়ে বেশি নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাজেদা চৌধুরী। জাতীয় সংসদের ১১টি নির্বাচনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হন সাতবার। আর সাজেদা চৌধুরী নির্বাচিত হয়েছেন ছয়বার।
সাজেদা চৌধুরী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৬৯ থেকে ১৯৭৫ সময়কালে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এমনকি বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচনেও তিনি জয়লাভ করেন। সাজেদা চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রীও। পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়কও ছিলেন সাজেদা চৌধুরী।
শিক্ষাজীবনে সাজেদা চৌধুরী বিএ ডিগ্রি অর্জন করেন। মুক্তিযুদ্ধকালীন তিনি কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। এছাড়া বাংলাদেশ নারী পুনর্বাসন বোর্ডের পরিচালকও ছিলেন। এমনকি বাংলাদেশ গার্ল গাইডের জাতীয় কমিশনার ছিলেন সাজেদা চৌধুরী।