ওয়ার্নারের শততম টেস্টে প্রোটিয়াদের ইনিংস ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া
সাদাকালো নিউজ
ঘরের মাটিতে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে নিয়ে রীতিমত ছেলেখেলা করছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে ৬ উইকেটের জয়ের পর মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্টেও জিতে নিয়েছে প্যাট কামিন্সের দল। বক্সিং ডে টেস্টে এবার তারা প্রোটিয়াদের হারিয়েছে ইনিংস ও ১৮২ রানের বিশাল ব্যবধানে। ফলে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল অস্ট্রেলিয়া।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) নিজের ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার। এমন কৃতিত্বের ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে অজি পেসারদের তোপের মুখে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অল্পতেই গুঁটিয়ে যায় প্রোটিয়ারা।
ফলে মার্কো জানসেনের ৫৯ ও কাইল ভেরাইনির ৫২ রানের পরও মাত্র ১৮৯ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। বোলিংয়ে অস্ট্রেলিয়ান পেসার ক্যামেরন গ্রিন একাই নেন পাঁচ উইকেট। এছাড়া মিচেল স্টার্কের শিকার ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারে করেন ১১১ রান, যা অস্ট্রেলিয়ার হয়ে দীর্ঘ ৯ বছর পর প্রথম কোনো উইকেটরক্ষকের সেঞ্চুরি।
এছাড়া স্টিভেন স্মিথ ৮৫, ট্রাভিস হেড ৫১ এবং ক্যামেরন গ্রিনের ৫১ রানে ভর করে ৮ উইকেটে ৫৭৫ রান করে ইনিংসে ঘোষণা করে অস্ট্রেলিয়া। বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে অ্যানরিখ নরকিয়া ৩টি, কাগিসো রাবাদা ২টি এবং লুঙ্গি এনগিদি ও মার্কো জানসেন ১টি করে উইকেট নেন।
৩৮৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে তারা। কিন্তু আজ (২৯ ডিসেম্বর) মাত্র ২০৪ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
ব্যাট হাতে একা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন টেম্বা বাভুমা। ডানহাতি এই ব্যাটার সর্বোচ্চ ৬৫ রান করেন। এছাড়া কাইল ভেরাইনি ৩৩, থিউনিস ডি ব্রুইন ২৮ ও সারেল এরউই ২১ রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে স্পিনার নাথান লায়ন নেন ৩ উইকেট। ২ উইকেট নেন স্কট বোল্যান্ড।
আগামী ৪ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। এর পর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।