এ বছর হজের খরচ আরও বাড়ল
সাদাকালো নিউজ
সাধারণত সরকার ঘোষিত হজ প্যাকেজ থেকে বেসরকারি হজ প্যাকেজের দাম কিছুটা বেশি থাকে। কিন্তু এ বছর সেটার ব্যতিক্রম হয়েছে। হজ প্যাকেজ ঘোষণায় নতুন নজির তৈরি করেছে বেসরকারি হজ এজেন্সিগুলো।
এবার সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে ১০ হাজার টাকা কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এবার বেসরকারি ব্যবস্থাপনায় ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকায় হজ করার সুযোগ পাওয়া যাবে। আর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে হজ প্যাকেজ ঘোষণা করে হাব। এ সময় হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, হাবের এই প্যাকেজের মধ্যে কোরবানির খরচ ধরা হয়নি। কোরবানি বাবদ অর্থ প্রত্যেক হজযাত্রীকে আলাদাভাবে সঙ্গে নিতে হবে।
অবশ্য সরকারি-বেসরকারি উভয় প্যাকেজেই গত বছরের চেয়ে খরচ বেড়েছে প্রায় দেড় লাখ টাকা। ২০২২ সালে বেসরকারি ভাবে হজের জন্য সর্বনিম্ন প্যাকেজ ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা। হাব সভাপতি বলেন, এবার বিমান ভাড়া বৃদ্ধি এবং মুদ্রার কনভারশন রেট বেড়ে যাওয়ায় খরচ কিছুটা বেড়েছে।
হাব সভাপতি বলেন, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য একটি প্যাকেজ করা হয়েছে। তবে হজ এজেন্সিগুলো হজযাত্রীদের চাহিদা অনুসারে বিভিন্ন প্যাকেজ করতে পারবেন। এবার বেসরকারি ব্যবস্থাপনায় হাজিরা বেশি সুযোগ সুবিধা পাবেন। হজযাত্রীদের পবিত্র হারাম শরিফের বাইরের চত্বরের সীমানার সর্বোচ্চ দেড় হাজার মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে।
শাহাদাত হোসাইন তসলিম আরও বলেন, এবার সবাই হজে যেতে পারবেন। ২১ মে থেকে হজে যাওয়ার ফ্লাইট শুরু হবে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন করতে হবে।
হজযাত্রীদের সতর্ক করে তিনি বলেন, হজ প্যাকেজের পুরো অর্থ শুধু সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক একাউন্ট বা সরাসরি এজেন্সিতে জমা দিয়ে মানি রিসিট নিতে হবে। তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে লেনদেন করবেন না। আগামী ১৫ই মার্চের মধ্যে হজ প্যাকেজের পুরো অর্থ জমা দিতে হবে।
পহেলা ফেব্রুয়ারি সরকারি হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রতিমন্ত্রী জানান, মিনার তাঁবুর সি ক্যাটাগরির মূল্য অনুসারে সরকারি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা।