এবার শাশুড়িকে হারালেন সাকিব
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম আর নেই। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসা চলছিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। গেল শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নার্গিস বেগমের শেষ কাজ আজ নরসিংদীতে গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। এরপর তাকে সেখানেই চিরনিদ্রায় শায়িত করা হবে।
সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তিনি শাশুড়িকে শেষ দেখাটা দেখতে পারবেন কিনা, তা নিশ্চিত নয়। তবে জানা গেছে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে আসতে পারবেন না সাকিব। কারণ সেখানে তাঁর মেয়ে একা রয়েছে। মেয়ের স্কুল খোলা রয়েছে তার সঙ্গে যুক্তরাষ্ট্রেই থাকতে হচ্ছে সাকিবকে। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে বাংলাদেশেই আছেন।
এর আগে ২০২০ সালের ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ছাড়েন সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ। তখন অবশ্য দেশেই ছিলেন বিশ্বসেরা এ ক্রিকেটার। সে সময় শ্বশুরের অসুস্থতার খবর শুনে দেশ থেকে রওনা করেন তিনি। কিন্তু তাঁর পৌঁছানোর আগেই না ফেরার দেশে পাড়ি দেন স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বাবা।