অবিবাহিত হুমা কি গর্ভবতী?
সাদাকালো নিউজ

নানা চরিত্রে অভিনয় করে এরই মধ্যে সুখ্যাতি অর্জন করেছেন অভিনেত্রী হুমা কুরেশি। বলিউডের নানা অনিয়ম নিয়ে খুব সোচ্চার ছিলেন তিনি। হুমা নিজেও বহুবার বডি শেমিংয়ের শিকার হয়েছেন। এসব বডি বুলিংয়ের উপযুক্ত জবাব দিয়ে এসেছেন আলোচনায়।
এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হুমার একটি ভিডিও। এতে হুমা কুরেশির বেবি বাম্প স্পষ্ট দেখা গেছে। ভিডিওটি ভাইরাল হতেই ভক্ত-অনুরাগীর প্রশ্নের বাণে বিদ্ধ হচ্ছে হুমা। নেটিজেনদের প্রশ্ন, বিয়ে ছাড়াই অন্তঃসত্ত্বা হয়ে গেলেন হুমা কুরেশি?
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন হুমা কুরেশি। বেগুনি পোশাকে খুব সুন্দর দেখাচ্ছিল তাকে। পাপারাজ্জিদের সামনেও ভয়ংকর পোজ দিয়েছেন। হুমা তার ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ারও করেছেন। এখন ভক্তরা ক্রমাগত এই ভিডিওতে মন্তব্য করছেন। অনেক ভক্ত হুমা কুরেশিকে জিজ্ঞাসা করেছেন আপনি গর্ভবতী কি না?