এবার কি বিয়ে করছেন বলিউড ভাইজান?
সাদাকালো নিউজ
বয়স প্রায় ৫৭ বছর। এখনো বিয়ের পিঁড়িতে বসা হয়নি। বলিউডের ভাইজানের এই কথা কে না জানে। সবার একটাই প্রশ্ন, কবে বিয়ে করবেন ভাইজান। এখন পর্যন্ত বিয়ে না করলেও একাধিকবার শোনা গেছে তাঁর প্রেমের কথা। শুধু প্রেমি করে যান তিনি, সেটি আর বিয়ে পর্যন্ত গড়ায় না।
সালমান খানের মন যে উড়ু উড়ু তার প্রমাণ পূর্বেই পাওয়া গেছে। বিদেশি সুন্দরীদের প্রতি বেশ দুর্বল খান সাহেবের মন। ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্ডেজ, ইউলিয়া ভান্ত্তুররা ছিলেন তার বান্ধবীর তালিকায়। তবে এবার আর বিদেশিনী নন। পুরোপুরি ভারতীয় তরুণীকে সপে দিয়েছেন নিজের মন।
খান সাহেবের নতুন প্রেমিকা হলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। বি-টাউনে বেশকিছুদিন ধরে গুঞ্জন উড়ছে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। যদিও এ বিষয়ে এতোদিন কথা বলেননি দুজনের কেউ-ই। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পূজা হেগড়ে।
পূজা বলেন, এ বিষয়ে আমি কি বলব! আমি কেবল আমারই সম্পর্কে পড়তে থাকি। আমি সিঙ্গেল এবং সিঙ্গেল থাকতেই পছন্দ করি। সত্যিকার অর্থে, বর্তমানে আমি আমার ক্যারিয়ারে মনোযোগ দিচ্ছি। এসব গুঞ্জন বিষয়ে বক্তব্য দিয়ে সময় নষ্ট করতে চাই না।
এদিকে দীর্ঘদিন পর পর্দায় চমক দেখাতে আসছেন সালমান খান। তার আসন্ন সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। যেখানে বলিউড ভাইজানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন পূজা হেগড়ে। বর্তমানে এই সিনেমার প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন এই জুটি।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, এই ছবির শুটিংয়ের সময় দুজন একে অপরের প্রেমে পড়েন। শুটিং শেষে প্রায় একসঙ্গে হারিয়ে যেতেন। এদিকে শুধু এই ছবি নয়, সালমানের প্রযোজনা সংস্থার সঙ্গে আরও দুটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পূজা।
খুব বেশি ছবিতে অভিনয় না করলেও দক্ষিণি এই অভিনেত্রী বলিউডের বেশ পরিচিত মুখ। সব সময় তাঁর ব্যক্তিগত জীবনকে সবার থেকে আড়ালেই রেখেছেন তিনি। অন্যদিকে বিভিন্ন সময় বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে প্রেমে জড়িয়ে সংবাদের শিরোনাম হয়েছেন সালমান।
সংগীতা বিজলানি, সোমি আলি, ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো একাধিক অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন বলিউড ভাইজান। এবার দেখা যাক, ২৫ বছরের ছোট পূজার সঙ্গে তাঁর সম্পর্ক কতটুকু গড়ায়।