এবার আদানির বিরুদ্ধে তথ্য জালিয়াতির অভিযোগ উইকিপিডিয়ার
সাদাকালো নিউজ
২০০৭ সালে আদানি গোষ্ঠী ও এর কর্মকর্তাদের নিয়ে লেখালিখি শুরু হয় তাদের সাইটে। কিন্তু ভুয়া নামে আদানি, তাঁর স্ত্রী প্রীতি, ছেলে করণ, ভাতিজা প্রণব ও বিভিন্ন সংস্থার তথ্য পাল্টেছেন—এমন কয়েকজন ব্যক্তি ধরা পড়েন।
সমাজকল্যাণ, স্বার্থের সংঘাত, করবিষয়ক সতর্কতাসংক্রান্ত তথ্য মুছে ফেলা হয়েছে বলে উইকিপিডিয়ার অভিযোগ। এমনকি একজন সম্পাদক নতুন করে আদানি গোষ্ঠী সম্পর্কে নিবন্ধ লিখেছেন। কোনো ক্ষেত্রে এক ব্যক্তিই একাধিক নিবন্ধে সায় দিয়েছেন। কেউ উইকিপিডিয়াকে এড়ানোর উপায় বার করেছেন। বিশেষজ্ঞদের মতে, ইতিমধ্যেই শেয়ারদরে কারচুপি নিয়ে হিনডেনবার্গের রিপোর্ট ঘিরে চাপে রয়েছে আদানিরা। এই অভিযোগ তাদের আরও অস্বস্তিতে ফেলবে।
উইকিপিডিয়া পরিচালিত সাইন পোস্টে লিখিত এক নিবন্ধে আরও বলা হয়েছে, আদানি গোষ্ঠী ও তাঁর পরিবারসম্পর্কিত ৯টি নিবন্ধ সম্পাদনা করেছেন ৪০ জন বেতনধারী ব্যক্তি (সক পাপেট), যাঁদের পরবর্তীকালে বিভিন্ন সময় উইকিপিডিয়ায় নিষিদ্ধ করা হয়েছে।