
এই শীতে প্রতিদিন গোসল করা কি জরুরি?
সাদাকালো নিউজ
হাড়কাঁপানো শীতে গোসল করার কথা মনে পড়লেই গায়ে জ্বর আসে। শীতের দিনে প্রতিদিন গোসল করা আর যুদ্ধ জয় করা সমান কথা।
অনেকেই মনে করেন, পরিচ্ছন্ন থাকার জন্য প্রতিদিন গোসল করা জরুরি। কিন্তু আসলেই কি প্রতিদিন গোসল করা জরুরি বা সুস্থ থাকার জন্য প্রতিদিন গোসল করা কি বাধ্যতামূলক?
বিশেষজ্ঞরা কি বলেন?
বিষয়টি নিয়ে বিশেষজ্ঞরা বলছেন এটি নির্ভর করে পরিবেশ ও ত্বকের ওপর।
কেউ যদি অতিরিক্ত ঘামেন, ময়লা কিংবা স্যাঁতসেঁতে পরিবেশে কাজ করেন, সে ক্ষেত্রে প্রতিদিন গোসল করাই উচিত।
তেমন না হলে প্রতিদিন গোসল না করলেও চলবে। কিন্তু কতদিন পর গোসল করবেন? বিশেষজ্ঞরা বলছেন এতে আসলে কোনো ধরাবাঁধা নিয়ম নাই।
জরিপ কি বলে?
২০২০ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের মিলেনিয়াল পডকাস্টে একটি জরিপ চালানো হয়। পৃথিবীতে তখন চলছে করোনা মহামারি। জরিপে অংশগ্রহণকারীদের ৫৫.৬ শতাংশ লোক জানান, কোয়ারেন্টাইনের সময় তাঁরা নিয়মিত গোসল করে নাই।
২০২০ সালে যুক্তরাজ্যের ডেইলি মেইল পত্রিকার প্রতবেদন অনুসারে, যুক্তরাজ্যের প্রায় ২৫ শতাংশ মানুষ প্রতিদিন গোসল করেন না।
লন্ডনের ক্যাডোগান ক্লিনিকের পরামর্শক ওডেরি চর্মরোগ বিশেষজ্ঞ ক ফিলিপস বলেন, ‘সামাজিক কারণে আমাদের দিনে একবার গোসল করা জরুরি। কিন্তু স্বাস্থ্যের জন্য জরুরি নয়।’
তবে কিছু মানুষের নিয়মিত গোসল করতে হবে:
– যে শিশু খুব বেশি অগোছালো থাকে।
– যারা আর্দ্র স্থানে বাস করেন।
– যারা ঘন ঘন ব্যায়াম করেন।
– যারা প্রচুর শারীরিক কাজ করেন।