উচ্চতর প্রশিক্ষণে জাপান যাচ্ছেন দুই বেসবলার
সাদাকালো নিউজ
জাপানের হোক্কাইদো বেসবল লিগের ক্লাব আসাহিকাওয়া বি স্টারস ক্লাবের আমন্ত্রণে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের দুই বেসবল খেলোয়াড় মো: শহীদ ও মো: মোসাব্বেরুল। এবারই প্রথম বাংলাদেশের কোন বেসবল তারকা দেশের বাইরের লিগে খেলার আমন্ত্রণ পেয়েছেন।
গতকাল ১৫ জুলাই বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন দুই খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে। গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।
বিবিএসএ’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন শনিবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে জাতীয় দলের অনুশীলন শেষে দুই খেলোয়াড়ের নাম ঘোষণা করেন। এসময় জাতীয় বেসবল দলের প্রধান কোচ জনাব হিরোকি ওয়াতানাবে এবং যুগ্ম সম্পাদক জনাব আজম আলী খান উপস্থিত ছিলেন।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানানো হয়, আগামী আগস্ট মাসের শুরুতে দুই খেলোয়াড় জাপান যাবেন। তিন মাস প্রশিক্ষণ নেয়ার পাশাপাশি ও হোক্কাইদো বেসবল লিগে কিছু ম্যাচে আসাহিকাওয়া বি স্টারস ক্লাবের হয়ে অংশগ্রহণ করবেন। অক্টোবরে লিগ শেষে তারা দেশে ফিরবেন।
জাপানে প্রশিক্ষণের জন্য নির্বাচিত মো: শহীদ সর্বশেষ ওয়েষ্ট এশিয়া কাপে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। একই দলের সদস্য ছিলেন মো. মোসাব্বেরুল। জাতীয় দলের জাপানিজ কোচ জনাব হিরোকি ওয়াতানাবে ও জনাব তেতসুরো কানো খেলোয়াড় নির্বাচনে বিশেষ ভূমিকা রাখেন।
বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন আশা করছে, দুই খেলোয়াড় বিশ্ব বেসবলের এক নম্বর দেশ জাপানে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ জাতীয় দলকে সমৃদ্ধ করবে এবং বিদেশের মাটিতে এদেশের অন্যান্য খেলোয়াড়দেরও অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে।