ইউনাইটেডের জার্সি পরার যোগ্যতা নেই রোনালদোদের
সাদাকালো নিউজ
চ্যাম্পিয়ন্স লিগের আশা আগেই শেষ। ইউরোপা লিগ খেলার সম্ভাবনা কোনমতে টিকে ছিল, তবে ব্রাইটনের বিপক্ষে এক হালি গোল হজম করে হারার পর সে সম্ভাবনাও নিভু নিভু। মৌসুমের পর মৌসুম দলের এমন বিব্রতকর সব পারফরম্যান্সে সমর্থকরাও অতিষ্ঠ।
তাই তো ব্রাইটন ম্যাচ শেষে অ্যামেক্স স্টেডিয়ামে সফরকারী সমর্থকরা সমস্বরে স্লোগান দিয়ে বলেছেন, তোমাদের কারও ইউনাইটেডের জার্সি পরার যোগ্যতা নেই।
তাই ব্রাইটনের সঙ্গে হারের পর কাউকে ছেড়ে কথা বলেনি রেড ডেভিল সমর্থকরা। রোনালদো সমেত পুরো দলকে শুনিয়ে দিয়েছে সেই তিক্ত স্লোগান।
ম্যাচের পর স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ সেই স্লোগান দলের প্রাপ্য ছিল বলে উল্লেখ করেছেন, আমি নিজেও দায় নিচ্ছি। আমরা আজকে যা করেছি, আমি আজকে যা করেছি তা ইউনাইটেডের জার্সি গায়ে চড়ানোর জন্য যথেষ্ট ছিল না। আমি সেটা মেনে নিচ্ছি।
ম্যাচের ফল নিয়ে কথা বলতে গিয়ে এক ধরনের অসহায়ত্বের আভাসই পাওয়া গেছে এই পর্তুগিজ মিডফিল্ডারের কণ্ঠে, ‘ম্যাচের ফল তো আর বদলানো যাবে না। এটা একেবারেই যথেষ্ট নয়। তারা (ব্রাইটন) আমাদের কোন সুযোগ দেয়নি। জয়টা তাদেরই প্রাপ্য ছিল।’